Looking at the present I remember the Past
And pray for a future I leave
For others to live with love …
(An old lady sitting at the window at Vashisht, Himachal Pradesh)
ক্ষুদ্র মম করে করি আলিঙ্গন,
হারাই তোমার ছায়ায় কত দিন ক্ষণ,
কিভাবে বোঝাই তোমায় প্রাণের কথা,
আকাশে বাতাসে ভাসে হাজার তব কথা;
আনন্দের নব রূপ পেয়েছি আমরা,
তোমার পরশে আজি আরো একবার,
দিনের আকাশ আঁকে মেঘের আল্পনা,
ছায়াপথে হেঁটে যায় হাজার তারা ;
নিয়ে আসে দূর হতে কত গল্প গাঁথা,
শুনিয়া হারাই আজি আরো এক বার ।।
(At Kalihani Pass)
তোমার আলো, তোমার তমস, অবারিত দিগন্ত,
তোমার ছায়ায় লভিয়া সুখ হইলাম প্রাণবন্ত;
আঁধার রাতে উজ্জ্বল শশি শত গ্রহ তারা,
হাতছানি দিয়া ডাকিতেছে মোরে অজানার মায়া ;
হইলো শুরু যাত্রা আজি চোখে অপার আনন্দ,
তোমার ক্রোড়ে লভিতে সুখ নাহি কোনো অন্ত্য ।।
মেঘলা আকাশ অজানা পথ অশেষ তব খেলা
পাহাড় চূড়ায় মেঘ বৃষ্টি অবাক তোমার খেলা
পথিক আমরা চলছি পেড়িয়ে যান বাহনের ভিড়
ভিড়ের মাঝেও খুঁজছি আমরা সুন্দর তব নীড়
বাঁধা বিঘ্ন লঙ্ঘিতে হবে যাব যে কালিহানি
সেথায় পৌঁছে হাসবো আবার করবো জয়ের কাহিনী
(on the way when we were stuck in traffic jam post accident of our bus with a van and we had to hire a vehicle for Manali)